লিওনেল মেসি ফুটবল বিশ্বে এক জীবন্ত মহারথী। ফুটবলে যা কিছু অর্জন করা সম্ভব তার সবকিছুই জিতেছেন লিওনেল মেসি। ক্যারিয়ার শুরু করা প্রাণের ক্লাব বার্সেলোনা ছেড়ে ২০২১ সালের আগস্টে যোগ দেন ফরাসি জায়ান্ট পিএসজিতে। সেখানে প্রায় বছর দুয়েক খেলার পর ২০২৩ সালের জুলাইয়ে যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে।ক্লাবটির মালিক সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহামের সাথে মেসির ঘনিষ্ঠতা থাকায় অনেক আগে থেকেই অনুমেয় ছিল মিয়ামিতে আসছেন মেসি।
তবে ইউরোপের রাজা যখন ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের কোন লিগে যোগ দেন তখন অনেক ভক্তেরই হয়তো বা সেটি ভালো লাগার কথা নয়।
কিন্তু কি আর করা? বয়সটাও যে পেরিয়েছে ৩৭ এর চৌকাঠ । এই বয়সে ফুটবল খেলাটাই যেখানে অনেকের জন্য দুঃস্বপ্ন সেখানে মেসি এখনো পারফর্ম করে যাচ্ছেন মেসির মতোই। হয়তো আগের মত ক্ষুরধার ক্ষিপ্রতা নেই, তবুও মেসি বলে কথা। মেসি মাঠে থাকবেন অথচ দারুণ কিছু করে দেখাবেন না তা হয় না। ইন্টার মিয়ামি অনেকটা তলানির ক্লাব হলেও কোন শিরোপা না জেতা দলটিকে মেসি জিতিয়েছেন দুইটি টাইটেল। ইন্টার মিয়ামিকে ২০২৩ সালে লিগ কাপ এবং ২০২৪ সালে এমএলএস সাপোটার্স শিল্ড জিতিয়েছেন মেসি।ইন্টার মিয়ামির হয়ে ৩৯ ম্যাচে রেখেছেন ৫২ গোলে অবদান। যার মধ্যে রয়েছে ৩৪ টি গোল এবং ১৮টি অ্যাসিস্ট।এমন বুড়ো বয়সেও দুর্দান্ত লিওনেল মেসি।
এবার জানা গেল মেসির সামনে এসেছে ইউরোপে ফেরার বড় সুযোগ। বর্তমানে ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি রয়েছে ২০২৫ সাল পর্যন্ত।ফের চুক্তি নবায়নের সময় যুক্ত হবে নতুন ধারা। যেখানে মেসির সামনে সুযোগ থাকবে ইউরোপের কোন ক্লাবে ধারে খেলার। ইউরোপিয়ান ফুটবলে এক ক্লাব থেকে অন্য ক্লাবে প্লেয়াররা ধারে খেলে থাকেন।
এটি ক্লাবের সাথে খেলোয়াড়ের চুক্তির উপর নির্ভর করে। ইন্টার মিয়ামি যদি মেসিকে এমন সুযোগ তৈরি করে দেয় আর মেসিও সেটিতে রাজি থাকেন তাহলে পরের মৌসুমেই হয়তো ফুটবলপ্রেমীরা আবারো মেসিকে দেখতে পাবেন ইউরোপিয়ান ফুটবলে। যা ফুটবলপ্রেমী দের জন্য হবে দারুন ব্যাপার। মেসির পায়ের জাদুকরী ছন্দে আবারো ইউরোপিয়ান ফুটবলে ফিরবে পুরোনো জৌলুশ।তবে ধারে গেলেও মেসির সম্ভাব্য ক্লাবের নাম এখনও জানা যায়নি।