“আগুনের টর্নেডো” বা “ফায়ার টর্নেডো” প্রকৃতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে একটি অস্বাভাবিক কিন্তু ভয়াবহ প্রাকৃতিক ঘটনা। এটি তখনই ঘটে যখন প্রচণ্ড তাপ এবং বাতাসের কারণে আগুনের শিখা ঘূর্ণির মতো আকার ধারণ করে এবং বাতাসের সঙ্গে উপরে উঠতে শুরু করে।
লস অ্যাঞ্জেলেস, যা শুষ্ক আবহাওয়ার জন্য পরিচিত, এমন ঘটনা ঘটার উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে, বিশেষত যখন বনে আগুন ধরে যায় এবং বাতাসের গতিবেগ বেশি থাকে। সাম্প্রতিক বছরগুলোতে, ক্যালিফোর্নিয়ায় বন্য আগুনের সংখ্যা এবং তীব্রতা বেড়েছে, যার কারণ হলো জলবায়ু পরিবর্তন এবং শুষ্কতা।
ক্যালিফোর্নিয়া এমনিতেই দাবানল প্রবণ অঞ্চল। প্রতিবছর এখানে ছোট থেকে মাঝারি দাবানল সংঘটিত হয়ে থাকে যা আধুনিক প্রযুক্তির সাহায্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণও তুলনামূলক কম হয়ে থাকে। কিন্তু ২০২৫ সালের ৭ জানুয়ারি থেকে লস এঞ্জেলসে শুরু হওয়া এই ভয়ানক দাবানল যেন পরিণত হয়েছে সরাসরি জাহান্নামে। যা কোনভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না দেশটির সরকার। অধিকাংশ মানুষের মতামত, এই ভয়ানক দাবানল যেন ফিলিস্তিনিদের চোখের পানি।
ফিলিস্তিনের গাজায় একের পর এক বোমা হামলা চালিয়ে হাজার হাজার মানুষ কিংবা নারী এবং শিশুকে হত্যা করেছে বর্বর ইজরাইল। আর সেটিকে সরাসরি সমর্থন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।শুধু তাই নয় প্রত্যক্ষভাবে অর্থ এবং অস্ত্র দিয়ে ফিলিস্তিনিদের হত্যায় সার্বিক সহযোগিতা করেছে যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্র।তাই হয়তো আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছে মার্কিনীদের উপর।
এদিকে হাড় হিম করা ভয়ংকর তথ্য দিয়েছে দেশটির আবহাওয়াবিদগণ। বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে এবার বাতাসের গতিবেগ বৃদ্ধি করে ভয়ানক আগুনের টর্নেডো শুরু হতে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসে। যদি সত্যিই শুরু হয় সেই আগুনের টর্নেডো তাহলে বোধহয় শেষ রক্ষা হবেনা লস অ্যাঞ্জেলেসবাসীর।পুড়ে ছাই হয়ে যেতে পারে পুরো শহর এমনকি ক্যালিফোর্নিয়া রাজ্যের বাকি অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়তে পারে ইতিহাসের ভয়ংকরতম এই দাবানল।আর সেটি হলে চেয়ে চেয়ে নির্বাক চোখে আগুনের ধ্বংস লীলা উপভোগ করা ছাড়া আর কিছুই করার থাকবেনা লস অ্যাঞ্জেলেসের মানুষদের তথা মার্কিনীদের।
মার্কিনীরা যখন আগুনের লেলিহান শিখা থেকে পালিয়ে বেড়াচ্ছে তখন উল্লাস প্রকাশ করেছেন এই পৃথিবীর অসংখ্য মানুষ। তারা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন ফিলিস্তিনের গাজার কথা।যেখানে আমেরিকার ইন্ধনে একের পর এক বোমা ফেলে অসংখ্য মুসলিম নর-নারী এবং নিষ্পাপ শিশুদের হত্যা করা হয়েছে।যার পাপের ফল ভোগ করতে হচ্ছে লস অ্যাঞ্জেলেসের অধিবাসীদের।
অনেকে বলছেন এটি চলতে থাকুক।তাদের আরও বেশি শাস্তির প্রয়োজন আছে। তারা সীমালঙ্ঘন করেছে। এই শাস্তি তাদের উপযুক্ত পাওনা