২০২৫ সালে যে ৩ টি রেকর্ড ভাঙ্গতে চলেছেন লিওনেল মেসি।

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি তাঁর দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে অসংখ্য অর্জনের পাশাপাশি গড়েছেন অনন্য সব রেকর্ড। ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।যোগ দিয়েছেন  মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে।তবু রেকর্ড যেন পিছু ছাড়ছেনা লিওনেল মেসির। ২০২৫ সালে বেশ কিছু রেকর্ড নতুন করে গড়তে চলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।চলুন জেনে নেয়া যাক ২০২৫ সালে কোন ৩ টি রেকর্ড নিজের করে নিতে চলেছেন লিওনেল মেসি। 

১। এক এমএলএস মৌসুমে সর্বোচ্চ গোল: ২০২৫ সালে মেসির সামনে রয়েছে এমএলএসের অনন্য এক রেকর্ড গড়ার সুযোগ। এবার এক এমএলএস মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক বনে যেতে পারেন লিওনেল মেসি।২০১৯ সালে এক মৌসুমে ৩৪ গোল করে রেকর্ডটি নিজের দখলে রেখেছেন লস অ্যাঞ্জেলেস এফসির মেক্সিকান ফুটবলার কার্লোস ভেলা।তবে মেসি যদি চলতি বছরে তার চেনা ছন্দে থাকেন তাহলে ৩৫ গোল করে হয়ে যেতে পারেন এক মৌসুমে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা। সেটি মেসির জন্য নিশ্চয়ই কঠিন কিছু হবেনা।

২।এক এমএলএস মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট:মেসির সামনে হাতছানি দিচ্ছে আরও একটি রেকর্ড গড়ার সুযোগ। আর তা হলো এক এমএলএস মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট প্রভাইডার হিসেবে নিজের নামকে সমুন্নত রাখার সুযোগ।গোলের সঙ্গে অ্যাসিস্ট করার ক্ষেত্রে মেসির সমতূল্য ফুটবল বিশ্বে আর কেউ নেই।কারণ ফুটবলের ইতিহাসে মেসিই সর্বোচ্চ অ্যাসিস্ট প্রভাইডার।

এবার এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হতে যাচ্ছেন লিওনেল মেসি। 

২০০০ সালে ২৬ টি অ্যাসিস্ট করে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডটি ধরে রেখেছেন সাবেক কলম্বিয়ান ফুটবলার কার্লোস ভালদেরামা। ২০২৫ সালে মেসি যদি সম্পূর্ণ ফিট থাকেন তবে  ২৭ টি অ্যাসিস্ট করে তিনি নিজের নামে লিখাতে পারেন এক মৌসুমে এমএলএসের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডটি।

৩।এমএলএস এর এক ম্যাচে সর্বোচ্চ গোল: মেসি যদিও গেল মৌসুমে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে একটি হ্যাট্রিক করেছিলেন তবুও এটি এমএলএসের এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডটি স্পর্শ করেনি। কারণ ২০০০ সালে এক ম্যাচে ৫ গোল করে রেকর্ডটি সম্পূর্ণ নিজের দখলে রেখেছেন সাবেক আমেরিকান ফুটবলার ক্লিন্ট ম্যাথিস।যদিও রেকর্ডটি ভাঙ্গা কিছুটা কঠিন হতে পারে তবুও মেসি বলে কথা।ঠিক মতো জ্বলে উঠতে পারলে এই রেকর্ডটিও নিজের করে নিতে পারেন ফুটবলের ক্ষুদে জাদুকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *