মানুষের সবচেয়ে সুন্দরতম জিনিসটি হলো তার মুখমণ্ডল। মুখমন্ডলই মানুষের সৌন্দর্য্যের প্রায় সবটুকু ধারণ করে থাকে।প্রাথমিকভাবে চেহারাই মানুষের সৌন্দর্যের এক মায়াময় চিত্র এঁকে থাকে।যা দেখে মুগ্ধ হয় সকলে।আকৃষ্ট হয় একে অপরের প্রতি।
কিন্তু আপনার অমূল্য এই সৌন্দর্য্য যদি প্রাণ হারায়,ত্বক যদি হয়ে ওঠে রুক্ষ, মলিন তবে সেটা দুঃখজনকই বটে।
বিশেষ করে শীতকাল আমাদের ত্বকের জন্য কিছুটা অভিশাপই বয়ে আনে।কারণ শীতকালে প্রকৃতি হারায় আর্দ্রতা, আর সেই সাথে আমাদের ত্বকও প্রয়োজনীয় স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে ব্যর্থ হয়।ফলে ত্বক হয়ে ওঠে রুক্ষ ও শুষ্ক। চেহারা হারায় তার আপন উজ্জ্বলতা।
তবে একটু কেয়ারফুল থাকলে আপনি সহজেই ধরে রাখতে পারেন আপনার ত্বকের উজ্জ্বলতা।পেতে পারেন সুস্থ, সুন্দর, মোহনীয় কোমল ত্বক প্রতিদিন।
সম্পূর্ণ প্রাকৃতিক এবং সহজলভ্য উপাদানের সাহায্যে মাত্র দুটি টিপস ফলো করেই শীতকালে নিতে পারেন ত্বকের বিশেষ যত্ন।তাহলে জেনে নেয়া যাক সেই সহজ দুটি টিপস :
১.লেবু এবং চিনি স্ক্রাব :শীতকালে রুক্ষ ত্বকের যত্নে খুবই কার্যকর লেবু এবং চিনি স্ক্রাব। এটি তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে ১ টেবিল চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ চিনি।
লেবুর রসের মধ্যে উল্লিখিত পরিমাণ চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।পারফেক্টলি মিশিয়ে নেয়ার পর তা পুরো মুখমন্ডলে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
এটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে করে মসৃণ আর ফিরিয়ে আনে উজ্জ্বলতা।
নিয়মিত এই স্ক্রাব ব্যবহারে আপনার ত্বকে ফিরবে প্রাণ বাড়বে কোমলতা।
২.অ্যালোভেরা জেল এবং নারকেল তেল:
অ্যালোভেরা জেল এবং নারকেল তেলের মিশ্রণটি ত্বকের রুক্ষতা প্রতিরোধে অত্যধিক কার্যকর।অ্যালোভেরা বা ঘৃতকুমারী নানা প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং ভিটামিনে ভরপুর। এতে রয়েছে ক্যালসিয়াম,সোডিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রনসহ ২০ ধরণের খনিজ উপাদান।
এছাড়াও রয়েছে ভিটামিন ‘এ’, ‘বি’, ‘সি ‘ এবং ‘ই’।
রয়েছে প্রায় ২০ ধরণের অ্যামাইনো এসিড, ফলিক এসিড,ফ্যাটি এসিড সহ প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট। তাই এটি ত্বকের জন্য অত্যধিক উপকারী।
পরিমিত পরিমাণে অ্যালোভেরা জেল এবং নারকেল তেল ভালোভাবে মিক্স করে ত্বকে লাগিয়ে শুয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে ভালোভাবে মুখ ধুয়ে নিজেই পরীক্ষা করে নিন এর কার্যকারিতা। আপনি চাইলে দিনের বেলাতেও এই প্যাকটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে হাতে যদি সময় কম থাকে তাহলে ২০ মিনিট বা তার বেশি সময় রেখে মুখ ধুয়ে ফেলুন।
এলোভেরার প্রাকৃতিক গুণের কারিশমায় আপনার ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত, হাস্যজ্জ্বল, কোমল এবং মোলায়েম। আপনার সুন্দর মুখের সুন্দর ত্বক থেকে জেল্লা ঝরবে প্রতিদিন।