এখনও বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর রোনালদো।

ফুটবল বিশ্বে ক্রিস্টিয়ানো রোনালদো একজন জীবন্ত কিংবদন্তী। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অর্জন করেছেন অসংখ্য ট্রফি, ব্যালন ডি’অর, গোল্ডেন বুট এবং অগণিত রেকর্ড। তবে এই তারকা ফুটবলারের মনে এখনও একটি স্বপ্ন অপূর্ণ— আর সেটি হলো বিশ্বকাপ জয়।

প্রায় ৪০  বছর বয়সী রোনালদো পেশাদার ফুটবলে তার প্রতিশ্রুতি এবং সংগ্রামের জন্য বরাবরই পরিচিত। বয়স বাড়লেও তার খেলায় কোনো কমতি দেখা যায়নি। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরে খেলার পাশাপাশি তিনি পর্তুগালের জাতীয় দলেও প্রতিনিধিত্ব করছেন। ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে  পর্তুগালের যাত্রা কোয়ার্টার ফাইনালে শেষ হলেও রোনালদোর স্বপ্ন এখানেই থেমে নেই।স্বপ্ন ভেঙেছে তো বটেই তার সাথে বয়ে বেড়াতে হয় আফসোসের বোঝা।কারণ তৎকালীন পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস বিশ্বসেরা এই ফুটবলারকে বিশ্বকাপ  কোয়ার্টার ফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধে মাঠেই নামাননি।সাইড বেঞ্চে বসে কোচের দিকে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে থাকা সেই ম্যাচের একটি ছবিও ভাইরাল হয় যা রোনালদো ভক্তদের হৃদয়ে ব্যাপকভাবে নাড়া দিয়েছিল।

তবে হাল ছাড়েননি রোনালদো। ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ৪০ ছুঁতে যাওয়া এই পর্তুগিজ সুপারস্টার। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, “আমি এখনও বিশ্বাস করি যে আমি পর্তুগালকে বিশ্বকাপ এনে দিতে পারি। এই স্বপ্ন নিয়ে আমি ফুটবল খেলতে শুরু করেছিলাম এবং এখনও সেই স্বপ্ন বাঁচিয়ে রেখেছি।”

রোনালদোর এই অদম্য মানসিকতা তার ভক্তদের অনুপ্রাণিত করে। তিনি প্রমাণ করেছেন যে স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন জয়ের জন্য লড়াই করা থেকে কখনও বিরত থাকা  উচিত নয়। হয়তো একদিন রোনালদো তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে তার স্বপ্ন পূরণ করবেন।

সময়ই বলে দেবে, তবে রোনালদোর এই অধ্যবসায় ও আত্মবিশ্বাস তাকে আরও অনেক দিন ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রে রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *